আমাদের কথা খুঁজে নিন

   

রঞ্জনা

আসবো বারে বারে, বারে বারে আসবো ফিরে। লোক থেকে লোকান্তরে, কাল থেকে কালান্তরে। অগনিত জনমে বিশ্বাসী, খোদার প্রেমে আশ্বাসী। সাত সমুদ্রের যাত্রী, এমনই নিদ্রাহীন দিবসরাত্রী! ঘৃণার বলিদানে ভালবাসা! ফাসীর কাষ্টে বাচার আশা! শেষ যাত্রায় পানি দিয়ে ভালবাসা! অকূলপানে চেয়ে নবজীবন প্রত্যাশা। পুরোনো ভুলগুলোর শুধরে দেবার তরে, একই বাবা মার নিরাপদ বাহু ডোরে। পরিশূচিতার সর্বশেষ স্তরে! ভালবাসায় পরিশুদ্ধিতার তরে। বুঝিনা সম্ভাবনায় হবে কি বনিবনা? জানিনা উপভোগ্যকর হবে কি সাধনা? আলপনা আলতায় থাকবে কি রঞ্জনা? বেদনা সপ্তসুরে ঘুমিয়ে কাঁদা কি বীণা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।