আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরের ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের দুই জামায়াত শিবির নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পীরগাছার ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০ ভাগের ব্যালটবক্স ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়ায় সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত পীরগাছা উপজেলার ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে মধ্যে ৬৫/৭০টি ভোটকেন্দ্রের ব্যালট বক্স ছিনতাই করে পুড়িয়ে দেয় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এরমধ্যে পীরগাছার দামুর চাকলা আবু সালেহীয়া দাখিল মাদ্রাসা প্রতিপাল রেজি প্রাইমারী বিদ্যালয়, কান্দি ইউনিয়নের দাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেক মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাওটানা হাইস্কুল, পবিত্রঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, নেকমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুক ইশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন উচ্চ বিদ্যালয়সহ ২১টি ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ছাওলা ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রের ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে বাইরে এনে পুড়িয়ে দেয় আঠারো দল নেতাকর্মীরা। ফলে পীরগাছায় ৮০ ভাগ ভোট কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ রয়েছে।   

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.