Nothing to say
এই না হলে এরশাদ!
এই দালালটার কর্মকান্ড দেখে অবাক হলাম।এত নাটকের কি দরকার ছিল? সরাসরি গেলেই তো হত! গ্রেফতারের নাটক করে নিজ এলাকা তথা পুরা দেশের মানুষের সহানুভূতি আদায় করে শেষে যা করল তা কি ক্ষমার যোগ্য? একে কি বিশ্বাস করা যায় বা বিশ্বাস করা উচিত? পরে যদি কোন কারণে সিচুয়েশন পরিবর্তণ হয়ে যায় তখন হয়ত বলবে, তাকে বাধ্য করা হয়েছিল শপথ নিতে।নিজের কোন দোষ নাই! আমি ওনার এলাকার মানুষদের জন্য দু:খিত! ওনার এলাকার অনেকেরই ওনার প্রতি অন্ধ ভালবাসা ছিল! ওনার বউকে নিয়ে এখানে কবিতাও দেখেছিলাম ১টা। এখন দেখলেন তো ওস্তাদ কত সেয়ানা! কথায় আছে না, ”ওস্তাদের মার শেষ রাতে”!!!
এখানে দেখুন:
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।