রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তাদের প্রথমে শহরের একটি ক্লিনিকে নেয়া হয়, পরে ঢাকায় পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সীমান্ত বাজার এলাকায় মেয়রের গাড়ির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
শহরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ২টার পর অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানা হেফাজতে রয়েছে।
স্থানীয় আভিসিনা হসপিটালের ডা. আশরাফুল ইসলাম বলেন, মেয়রের ডান পা ভেঙে গেছে এবং অপর পা ও কপালে ক্ষত হয়েছে।
এছাড়া তার সঙ্গী বকুলের মাথায় ক্ষত হয়েছে এবং বাম হাত ভেঙে গেছে।
মেয়র আশঙ্কামুক্ত। তবে, কাউন্সিলরের অবস্থা গুরুতর, বলেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মাসুদ রানা লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর গাড়ির চালক আলালকে (৩৬) সুস্থ দেখা গেছে। তবে এরপর তিনি কোন দিকে গেছেন তা খেয়াল করেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।