আমাদের কথা খুঁজে নিন

   

.......কাচ্চা বাচ্চাদের পড়াশোনা......



মনটা ভাল নেই। তাই একটু ফাও কথা লিখতে ইচ্ছা করছে। আমার এক কলিগের কন্যার পড়া সংক্রান্ত ঝামেলা শুনে হাসতে আমার চোখে পানি!!!! পিচ্চি বয়স পাঁচ কিংবা ছয়, ওর মা ওকে পাশে নিয়ে বহুৎ কষ্ট করে পরীক্ষার আগের রাতে সব পড়া পড়িয়ে দিল, মা তো আশা করছে মেয়ে সি টি তে ২০ এ ২০ পাবে। সি টি মানে নাকি ক্লাশ টেষ্ট, এটা জানতাম না! কন্যার নম্বর যখন পাওয়া গেল, দেখা গেল সে অনেক কম পেয়েছে.... সাথে খাতা দিয়ে দেয়, সে দশটার মধ্যে তিন চারটা প্রশ্নের উত্তর দিয়েছে, বাকীগুলো দেয়নি। মা অনেক কষ্টে রাগ চেপে জিজ্ঞেস করলো মামনি তুমি তো পার, এগুলো লেখনি কেন???? মেয়ে বলে মা এগুলো তো সেদিন ক্লাশে লিখেছি, আবার কেন লিখবো? আবার একদিন মেয়ে কে বলছে "আমি নিজে কি করি" এই রচনা টা পরীক্ষায় আসবে তুমিতো পারো না, এটা একটু লেখো। সে বলছে, এখন না মা। মা অনেকক্ষন আদর করে অনুরোধ করছেন, তখন কন্যার মন মনে হয় গলল!!!! সে বলল, ঠিক আছে মা, এটা তাহলে কালকে পরীক্ষা দিয়ে এসে লিখি???? প্লিজ মা!!!!! শুনে আমার আসন্ন বিপদসংকূল দিনের কথা ভেবে আমি যুগপদ ভাবিত এবং আশংকিত!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.