আমাদের কথা খুঁজে নিন

   

পড়াশোনা এবংভুত

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

আমরা তিন ভাই বোন। আমি সবার চেয়ে বড়। যে ঘটনারথা বলতে যাচ্ছি, আমি তখন ৩য় বা ৪র্থ শ্রেনীতে পড়ি। আমার ছোট ভাই ১ম শ্রেনীতে আর ছোট বোন কেজিতে পড়ে। সে সময় আমাদের খেলাধুলা করার সময়।

কিন্তু আমাদের বাবা মা যে কেন তা বুঝতে চাইতেন না। তারা সব সময় আমাদের কে পড়তে বলতেন। আমাদের সবচেয়ে আরামের সময় ছিল সন্ধ্যা বেলা। আর সে সময়টাতেই আমাদেরকে ছাদের চিলেকোঠার ঘরটাতে পড়তে বসতে হত। আমরা তখন উদাস ভঙ্গিতে বসে বসে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর আকাশ কুসুম চিন্তা করতাম।

পড়াশোনায় আমাদের কোনো কালেই মনোযোগ ছিল না। আর ঐ সময়তো আরও পড়তে ইচ্ছা করতো না। কিন্তু হঠাৎ একদিনের ঘটনা আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আমরা সবাই এরপর পড়ালেখায় মনোযোগী হয়ে যাই। ঘটনাটা এরকম।

একদিন বাসার পেছনের মাঠটায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলাম। হঠাৎ করে খবর আসে যে, সিয়াম-এর বোন স্কুলে অজ্ঞান হয়ে পড়েছে। তো আমরা সবাই খেলা ফেলে গেলাম তাকে দেখতে। বড়রা সবাই বলছিলো যেম হয়তো না খাওয়ার দরুন মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। ওর অবস্থা দেখলাম খুবই কাহিল।

তো আমার বন্ধুকে ওখানে রেখে আমরা যে যার বাসায় ফেরত চলে এলাম। কিন্তু পরেরদিন স্কুলে গিয়ে দেখি সিয়াম গোমড়া মুখে বসে আসে। তাকে কারন জিজ্ঞাসা করলাম। সে যে কথা বললো তাতে আমার মনের ভেতর ভয় জমে গেল। সিয়ামের বোন নাকি আগের দিন চিলেকোঠার ঘরে একলা পড়ালেখা করছিল।

অনেকক্ষন পড়ার পর ও ঘরের বাতি বন্ধ করে নিচে নামতে যাবে, এমন সময় সে দেখতে পায় একটা বুড়ি মহিলা হাতে করে আগুন নিয়ে যাচ্ছে। কিন্তু ওদের বাসায় কোনো বুড়ি মহিলা ছিল না। তাও আবার হাতের মধ্যে আগুন জ্বলছিল। ওর তখন তা অস্বাভাবিক মনে না হলেও, পরের দিন স্কুল এসে সে ঐ স্মৃতি মনে করে ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। আমি বাসায় এসে আমার ভাই বোনকে এই কথা বলতে তারাও ভয় পেয়ে যায়।

আমরা এই কথা বাবা মা দের বলি নি কারন তারা বিশ্বাস করবে না। কিন্তু এরপর থেকে আমরা পড়ার সময় থেকে আর বাইরে তাকিয়ে থাকতাম না, পাছে আবার ঐ বুড়ি মহিলা কে দেখি। আর এরফলে আমরা পড়ালেখায় মনোযোগী হয়ে উঠি এবং সবাই ঐ বছর ভালো রেজাল্ট করি। এরপরের বছরই আমরা বাসা বদল করি এবং নতুন বাসায় চিলেকোঠায় ঘর না থাকার কারনে ঐ বুড়ির হাত থেকে বেঁচে যাই। পড়াশোনা এবংভুত পড়াশোনা এবংভুত


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।