আমাদের কথা খুঁজে নিন

   

আমার পড়াশোনা

fotik69@.........com

আমি যখন পড়তে বসি লিখতে মন চায়, লিখতে গেলে লিখাটা বড্ড খারাপ হয়। রাগ করে বসে থাকি সব থাকে বাঁকি, সকালেতে শিখবো বলে রাত্রিতে দেই ফাঁকি। এমনি করে হেলায় হেলায় দিন আমার যায়, পরীক্ষাটা সামনে এলে চিন্তা সর্বদায়। কেমন করে পরীক্ষা দেব অন্যের কাছে বলি, মনে আমার অসীম সাহস তাই পরীক্ষা দিতে চলি। পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র হাতে পাই, প্রশ্নটা পড়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরীক্ষা দিয়ে যখন বাসায় এসে ঢুকি, মা আমায় বলে, "খোকা পরীক্ষা কেমন দিলি?" লজ্জায় তখন আমি কি বলবো ভাবি, গোসলের কথা বলে দেই তখন ফাঁকি। এমনি করে পরীক্ষার দিনগুলি কাটে "রেজাল্ট" এর দিন আমার কান্নায় বুক ফাটে।। Download PDF

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।