আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ও-ভাই,তোমি কাউকে করনা ঘৃণা।

ঘৃণায় শুধু মনই দহে ণা, প্রাণও যে,জ্বলে নরকে। ছল করেছে যে জন,ও-ভাই, ভালবাস তবু তোমি তারে। জানবে,পরে সেই ছলজন তোমার দুঃখ ঘোচে সুখ দিচ্ছে প্রাণে। ও-ভাই,তোমি কাউকে কর না ঘৃণা। ঘৃণায় শুধু মনই দহে ণা, মৃত্যুও আনিবে ডেকে তোমার তরীর তীরে।

তখন, তোমার তরী ভেসে চলবে নরকের পথ ধরে ওপাড়ের মুখে। তব,স্যাঁস্যাঁতে আঁখি লয়ে তোমি ভাববে আত্বহত্যা সংগোপনে বসে। জানবে,পরে সেই ছলজন তোমার দুঃখ ঘোচে সুখ দিচ্ছে প্রাণে। ও-ভাই,ঘৃণা করে যে জন, তার যাত্রা নরক মুখী। ক্ষমা করে না তাকেই তার মনে, তার সেই মনই তাকে নিয়ে চলে সদা দুঃখের গড়া অসীম মরুর দেশে।

কোন কুল পায় না সেই মনধারী সেই দেশে, সে সেই তপ্ত মরুর বালুর পর নরক যন্ত্রণায় ভোগে। জানবে,পরে সেই মন ধারীই সেই নরকে পুড়ে-পুড়ে, সেই নীজেকে শুধু দুঃখ মুক্ত করিতে পারে, স্বর্গ সুখে ভাসাতে পারে, যে মন,নীজেকে ক্ষমা করে, অন্যকে ক্ষমা করে। ও-ভাই,তোমি কাউকে কর না ঘৃণা। ক্ষমা করো নীজকে, ক্ষমা করো অন্যকে, ঘৃণায় শুধু মনই দহে ণা, প্রাণও যে,জ্বলে নরকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।