আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা করি আমি, ঘৃণা করি........।



কর্ম কেনো মানুষের এমন ? কি তার অভিলাস ? ঘৃণ্য মন নিয়ে কেন এত টানা হেঁচড়া ? ঘৃণা করি আমি শুধুই ঘৃণা করি ....। ভালোবাসার রক্তিম সূর্যটা হেঁচকা চান দিয়ে ছিঁড়ে ফেলেছি............................, জোছনায় মেখেছি হৃদয়ের শত ক্ষত কেঁদেছি তার পাণে চেয়ে, ভেবেছি কত কথা ................, দিয়েছে সে লাঞ্চনা, প্রবঞ্চনা হায়রে প্রতারণা, হায়রে প্রবঞ্চনা ......... ঘৃণা করি আমি, ঘৃণা করি........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।