আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা

পরিবর্তনের জন্য লেখালেখি

ঝরে যাওয়া ফুল গুলোতে তোমার ঘ্রাণ ভেঙে যাওয়া আয়নাটাতে তোমার ছায়া শুষ্ক , কঠোর চাঁদের আলোতে তোমার মুখ ভেজা চোখের কুয়াশায় হিম তুমি! জানি , মিথ্যে বলেছো । জানি ধোঁকা দিয়েছো । জানি টুকরো টুকরো হয়েছে অন্ধ বিশ্বাস । উৎসেই দিয়েছো ঢেলে কাঁদা বুকের একমাত্র ঝর্নায় । ঘৃণা করা উচিত । মাফের তুমি যোগ্য নও ! ক্ষোভের চিতায় অঙ্গার নিভে এলে সেখানেও তোমার কুন্ডুলী দেহ কলঙ্কের ছাইমাখা আমার ভালোবাসা ! ঠকালে কেন? _________________________ যার শেষ নাই , তার নাম কষ্ট !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।