আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা

সহস্রবার করমর্দন আলিঙ্গন চুম্বন সুবাসিনী দের উদ্ধত বক্ষ আর নোংরা অশুচি পাপ ঘেটে ঘেটে আমি এখন পৃথিবীর নিকৃষ্টতম লোক যার চুম্বনে পাথরে জীবন আসে আলিঙ্গনে ৮৮-র বন্যা যার দৈনিককার তৈল চিত্র জুড়ে কলঙ্কের ছাপ | আর্ট গ্যালারীর যে স্থির চিত্র আজ জাতীয় পদক ছিনিয়ে নেয় যে সল্পবসনা পোট্রেট দেখে ষোড়সী পুলকিত হয়, ওগুলো স্থির ছিলোনা কখনো; যে সব ফ্রেম বন্দি নগ্নতা তুলির আঁচড় আজ প্রশংসিত পত্রিকার পাতা য় যাদের নিয়ে উচ্ছসিত আহ্লাদ তারা কেউ জানে না কি উন্মত্ততা ছিলো ওগুলোতে, যে সবে মুগ্ধ চোখ রেখেছে তারা যাকে সম্পদ ভেবেছে ওর জন্য হতে হয়েছে কতটা পদস্খলিত প্রেমিক কতটা চক্রান্তকুশল তারা কেউ জানে না শুধু তোমার চোখের ঘৃণা ই জানে ওগুলা কিছু নয় ছাইদানিতে সাজিয়ে রাখা এক বুক নষ্ট জীবনের পোড়া ছাই |

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।