ঘৃণার কোনো কমতি ছিলো না
আমার মনে
এক সমুদ্র ঘৃণা বুকে লালন করছি
সঙ্গোপনে
তবু কেনো সে
স্বপনে আসে
গোপনে ভাসে
ঘুমন ক্ষণে
ভালোবাসাদের ভাসিয়ে দিয়েছি
চোখের জলে
মন্দবাসাদের মেনে নিয়েছি
মরণ ছলে
একি জ্বালা হায়!
তারই দেখা পাই
যেদিকে তাকাই
মনের ভুলে
প্রতারিত প্রেমেরে রেনুগুলো বড়ই
সক্রিয় আজ
আমার লালিত ঘৃণাকে ঘুষ দিয়েছে
করেছে সর্বনাশ
ঘৃণায় ধরেছে ঘুন
গলছে চোখের নুন
হৃদয়টা উন্মুন
বিরহ হচ্ছে বিনাশ
প্রেমগুলো আজ পাঁয়তারা করছে
মন দখলের
ঘৃণাগুলো শুধুই অজুহাত খুঁজছে
ঘর বদলের।
আমি এখন তাই
পথে ঘুরে বেড়াই
খুঁজি শুধু উপায়
ঘৃণা দখলের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।