যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি,আমার গাড়ী চালাই নিয়ত।
যেদিন,না চালাই সেই গাড়ী আমি।
সেদিনটি যায় বিষাদে মোর।
গাড়ী মোর সুখের তরী।
সপেছি তার নামে মোর তরী।
সেই গাড়ী ছাড়া তরী মোর যখন,
তখন,গাই আমি বিরহ গীতি।
সেই গাড়ী ছাড়া তরী
মোর যখন হই দুরবর্তী,
তখন ভাসে মোর দুঃখে তরী।
তখন সেথায় ভয়ে,ভয়ে বাঁচি আমি,
না,জানি কোন চালক বেটায়
চালায় মোর গাড়ী।
গাড়ী আমার সুখ,মোর মন,
প্রাণের তৃপ্তি,স্বর্গের মালিক।
সেই গাড়ী ছাড়া তরী মোর যখন,
তখন গাই আমি বিরহ গীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।