এগিয়ে যাও ...
গাড়ী বা যানবাহন আমাদের দৈনন্দিন জীবনে দিন দিন অপরিহার্য্য হয়ে উঠেছে। একটু বাড়তি পরিশ্রম করে অথবা ব্যাংক লোন নিয়ে একটা স্বপ্নের বাহনের মালিক হওয়া আজকাল কোন ব্যাপারই না। কিন্তু অনেকেই আমরা গাড়ী কেনার আগে কোন চিন্তা-ভাবনা করিনা। ঝোকের বশে কেনার পর একের পর এক খরচের তোড়ে বিরক্ত হয়ে বিক্রির চিন্তাটাও করে ফেলি! অথচ কেনার আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হয়ে কিনলে পরে আর বিপদে পড়তে হবেনা।
* যখন কনফার্ম হব যে, আমার বাজেট এত, এবং আমি এর ভিতর একটি গাড়ী কিনব। তখন দুটি ব্যাপার সামনে আসবেঃ (ক) আমার বাজেট কত? (খ) এই বাজেটে নতুন বা সেকেন্ডহ্যান্ড কোনটা কেনা যাবে?
যদি বাজেট যথেষ্ঠ হয়, এবং নতুন গাড়ী কেনার মত হয়, তবে আপনি আপনার পছন্দমত ব্র্যান্ড নিউ অথবা রি-কন্ডিশন গাড়ী যে কোনও নির্ভরযোগ্য শো রুম থেকে কিনতে পারবেন।
শো রুম লিংক ও কার পোর্টাল
এক্ষেত্রে আপনি ক্রয় পরবর্তী রেজিষ্ট্রেশন, ট্যাক্স, ফিটনেস, ইন্সুরেন্স ইত্যাদির কত টাকা পরিশোধ করতে হতে পারে, তা আগেই শো-রুম থেকে জেনে নিতে ভুলবেননা। সহায়ক লিংক-১ সহায়ক লিংক-২ সহায়ক লিংক-৩ সহায়ক লিংক মেইন
পরবর্তী পর্বে এ বিষয়ে আরো বিষদ আলোচনা করার আশা রাখছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।