আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - উৎসর্গ

উৎসর্গ আমার পূর্ণতা নেই, তোমার শূন্যতা আছে । আমার যন্ত্রণা নেই, তোমার বঞ্চনা আছে । আমার ব্যর্থতা নেই, তোমার সাফল্য আছে । আমার সান্ত্বনা নেই, তোমার প্রার্থনা আছে । আমার গন্তব্য নেই, তোমার প্রেরণা আছে ।

আমার স্বপ্ন নেই, তোমার কল্পনা আছে । আমার কষ্ট নেই, তোমার কান্না আছে । আমার ভ্রান্তি নেই, তোমার শ্রান্তি আছে । আমার অনুভূতি নেই, তোমার অনুভব আছে । আমার বেদনা নেই, তোমার সাধনা আছে ।

আমার প্রাপ্তি নেই, তোমার হাহাকার আছে । আমার মস্তিষ্ক নেই, তোমার বিকৃতি আছে । আমার প্রবৃদ্ধি নেই, তোমার সমৃদ্ধি আছে । আমার মন নেই, তোমার অভিমান আছে । আমার সুর নেই, তোমার মমতা আছে ।

আমার স্বত্বা নেই, তোমার আত্মা আছে । আমার ধৃষ্টতা নেই, তোমার মিষ্টতা আছে । আমার ভিন্নতা নেই, তোমার স্বকীয়তা আছে । আমার চেতনা নেই, তোমার প্রতিজ্ঞা আছে । আমার মৃত্যু নেই, তোমার ভালবাসা আছে ।

আমার আমি নেই, তোমার সেই “আমি” আছে । আমার কোন কিছুই নেই............ তোমার সব কিছু আছে বলে। (উৎসর্গঃ প্রিয় সেই মানুষটিকে - যার অনুরোধ আদেশের মতই কার্যকরী ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.