মস্তিষ্ক বিকৃতির অভিযাত্রায় সাহচার্যের আনুকূল্য সন্ধানে বিরামহীন তোষণনীতির মহাকাব্যিক আয়োজনের সূচনায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ক্লান্তিহীন স্বস্তির বহিঃপ্রকাশ । শিকড় সন্ধানের অদক্ষ পদযাত্রায় কপটতার ভিড়ে দিকভ্রান্ত সত্ত্বার প্রত্যাশিত বৈকল্যপনার অপাংক্তেয় সমাদর নিঃশেষের প্রান্ত অন্বেষণের অনুপ্রেরণায় প্রতিদানের প্রশ্নে অস্ফুট অভিসম্পাতে জৈবনিক কর্মযজ্ঞের গতিসঞ্চার । কালানুক্রমিক অবজ্ঞায় অচৈতন্য মনে উদ্ভাসিত চৈতন্যের স্পষ্টতর পথপরিক্রমার বিকশিত আস্থায় আঁখি যুগলের অপলক নৃশংসতা জন্মান্তরের স্বপ্ন সার্থকে স্ফীত ঠোঁটের অবয়বে সূস্পষ্ট । যুগান্তরের চক্রাবৃত অপ্রকৃতিস্থ মমতার গলাধঃকরণে বিধ্বংসী ঝড়ের আগমন নিশ্চিতকরণেই রচিত আস্তাকুরের অযাচিত অন্দর । অঝোর বৃষ্টিপাতের আবশ্যকীয়তায় অত্যাবশ্যকীয় মেঘমালার অনুপস্থিত সম্মীলনে শীতল হওয়ার ব্যগ্রতায় অটল থাকার দৃঢ়তা অস্পষ্ট ।
পুঁজিবাদী শিক্ষায় ভিক্ষার দীক্ষা অর্জনে সাম্যবাদের অস্তিত্ব তলানিতে স্থির । বোধশক্তির বিনাশে বধশক্তির বিকাশ, অব্যাহত প্রশ্রয়ে চিরস্থায়ী নিবাস। বিদগ্ধ পৃথিবীর বিদ্রোহী সভ্যতায় নিরর্থক জন্মের দ্যরথক মৃত্যু। অর্জিত ধিক্কারে লালিত সত্ত্বার করুণ অবনমনে পলায়নের মঞ্চ প্রস্তুত । ভেবনা, আলোর ব্যর্থতায় পতিত অন্ধকারের বুকে অবেক্ষমাণ পথিকের শেষ আশ্রয়ের সন্ধানে এই আকুতি ।
বিকৃত মস্তিষ্কে প্রাপ্তির আশাই বা কতটুকু ?? এমনি করিয়া আলেয়ার আলো নিয়াছে অন্ধকারে , জীবন মরন হাবুডুবু শুধু তারই অভ্যন্তরে .........। । । । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।