আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - স্বপ্ন



জীবনের সন্ধানে চলিতেছি অজ্ঞানে,তবু যে পাইনি তার দেখা । দূরে সরে সব কিছু, ভেবে যেন আগ পিছু,ফিরে আসে শেষমেশ শুধুই ধোঁকা । দিন দিন চির দিন, হয়ে রবে অমলিন, যদি কভু পাই আমি তার দেখা । দিয়ে যাবো সব কিছু, শুধু যে তার ই পিছু, ইচ্ছেটা হয়ে আছে বড়ই একা । কোথায় খুঁজি তারে শুধু যে আমার তরে, ভেবে ভেবে হই যেন পাগলপারা ।

আছে সে কোথাও , আমি নই জানে ও , হয়ত বা দেবে সে নিজেই ধরা । জীবনের মাঝ পথে চলি আমি একা বেশে, হয়ে যায় সব কিছু শূন্য। জানি আমি সেই থেকে দাঁড়িয়ে পথ চেয়ে , একদিন হবে সব ই পূর্ণ । জীবনের শেষ ক্ষণে মনে পরে বারে বারে , সর্বদা যেন আমি এঁকে ছিলাম তারে । সত্যটা এমন ই বলি যে কেমনে, সে যে ছিল অন্তরে, দেখা হয় নাই তারে।

জীবনের হিসাবে করে শুধু গরমিল , চেয়ে আছি পথ পানে, বেদনায় হয়ে নীল । অবশেষে ফুঁৎকার , জীবনের সৎকার , হয়ে গেল নিরাকার, নিয়ে সব স্বাধিকার । সব থেকে সে ই ভালো যে শুধু জ্বালে আলো, ক্লান্তিতে ভ্রান্তিতে সব সময় । তাই বলি বারে বারে , হারিওনা চিরতরে, জ্বেলে যাও আলো তুমি এমনি করে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.