অর্ধাঙ্গ জীবনের পূর্ণচন্দ্রে গোচরীভূত সত্য, বর্জন বৈ অর্জন শূন্য।রাহুগ্রস্থ সভ্যতার অমলিন বন্ধনা আত্মার মুক্তির প্রার্থিত বন্দর মাড়িয়ে সত্ত্বার তৃপ্তির মোহাবিষ্টতায় অশালীন অন্দর নির্মাণ করিয়া তৃপ্তির বৈপ্লবিক চেতনায় হৃদয় মন্দিরে সঞ্চারিত চুম্বকীয় তরঙ্গে মুক্তির বারতা ফুঁৎকারে উড়াইয়া অন্তিম যাত্রায় শুন্যতার অপরিসীম পূর্ণতা সঙ্গী করিয়া দুর্ভেদ্য জগত সংসারের ঘূর্ণিতে তৃপ্ত প্রাণের উপলব্দি ----
মুক্তির তরে,
তৃপ্তির বীণ,
সত্ত্বা গড়ে,
আত্মা হীনে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।