সৃষ্টি তত্ত্বের যথার্থতায় ব্যর্থ সত্ত্বার অনাসৃষ্টিতে বেদনাপ্লুত বসুন্ধরায় বিলুপ্ত মানবতার গৌণ সৌন্দর্যের মৌন অবগাহনে তৃপ্তির দীপ্তিতে ভিত্তির মূলোৎপাটন । শৃঙ্খলিত তারুণ্যের স্খলিত বার্ধক্যে তরঙ্গায়িত সানাইয়ে বিউগলের সূর, মৌন কোলাহলের শীর্ণ ভালবাসায় বিদীর্ণ বক্ষে অঙ্কুরিত দৈন্য আবেগের জীর্ণ মমতায় চূড়ান্ত মৌনতা । স্রোতের বৈপরীত্যে সমাপ্তির সূচনায় অস্তিত্তের প্রলয়ে বিনম্র সম্মানে নিজেকে ধিক্কার । আপ্লুত ঔদার্যে সুপ্ত সৌন্দর্যের দীপ্ত সম্ভাবনার অকাল মৃত্যু । অবাঞ্চিত প্রবঞ্চনার অখণ্ড শুদ্ধতায় নম্র অভিব্যক্তি । ভ্রান্তির জোয়ারে বিরূপতার ঢেউ,কুঁড়ে খাবে অস্তিত্ব,মুক্তি পাবেনা কেউ ...................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।