আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিদেশী কোচের দরকার নাই, শিক্ষিত দেশপ্রেমিক দরকার

I am Bangladesh supporter আজ আমাদের সব খেলায় বিদেশী কোচ ব্যবহার করা হচ্ছে। আমরা ৪০ বছর ধরে এসব বিদেশী কোচ ব্যবহার কয়টা ক্ষেত্রে বিশ্ব তো বাদ দিলাম, এশীয় পর্যায় সাফল্য অর্জন করেছি। কোটি কোটি জনগণের অর্থ আর কতদিন এসব থার্ডক্লাস বিদেশী কোচের দেশে পাঠিয়ে আমাদের হারামি সরকার কমিশন খাবে। আমাদের খেলোয়াড়রা এইসব জোকার কোচদের ভাষা, প্রশিক্ষণ, ভাব, অনুভূতি ইত্যাদি কিছুই বোঝতে পারে না। সবচেয়ে বড় কথা তারা ওদের মধ্যে জয়ের চাহিদা তৈরি করতে পারে না।

তারচেয়ে বড় কথা দেশপ্রেম শুন্য কোঠায় পরিণত করে। এরফলে কেউ বিদেশ গেলে দল ছেড়ে পালায়, হারলে একটু লজ্জা হয় না, সমর্থকরা হায় হায় করলে এরা নিমকহারামের মতো বিদেশে ফ্ল্যাটে থেকে বিদেশি লীগে খেলার ভয় দেখায়। দোষ আমাদের কম শিক্ষিত খেলোয়াড়দের নয়। আমি মনে করি, আর কোন বিদেশি কোচের দরকার নেই, যে গুলো আছে ওগুলোকে খেদিয়ে দেয়া উচিত। খেলায় আমরা যেহেতু এমনি হেরে যাচ্ছি, দরকার কি কোটি কোটি টাকা দিয়ে থার্ডক্লাস কোচ নিয়োগ করে, তারচেয়ে লক্ষ টাকায় দেশপ্রেমিক ফাস্টক্লাস নিয়োগ করি।

হারলে তাও সান্ত্বনা থাকবে, টাকা তো কম খরচ হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।