আমাদের কথা খুঁজে নিন

   

কুহেলিকা

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

সাদা রক্ত বহমান আবদ্ধ তনুতে নিঃশ্বাসের নীল বায়ুতে বিবর্ণ দুপুরের ফর্সা রোদ। পিঁপড়ার গরম নিঃশ্বাসের ঝড়ে ঘেমে ওঠে কলাগাছ। একে একে সব পোষাক ঝেড়ে ফেলে জৈবতে রূপান্তরিত করে। মৌলভীর কালো খুতবার চাদরে দিশেহারা মুসলিম ঘুমিয়ে শান্ত, দুই হাতের তালুতে হিন্দু-মুসলিম বন্দী করে তোমাকে। সাদা বকের হলুদ প্রেমে দিশেহারা আমিষের ঝাঁক, ত্রিশূল হাতে ব্যাধ নিজ দতাকে শাণিত করে। সবুজ শান্তির রঙধনু তোমার হাতে প্রতীায় আমি আবার কখন বৃষ্টির পর শূন্যে সূর্য ভাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।