চিরনূতনেরে দিল ডাক.....
কবিগুরু'র ১৫০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। পঁচিশে বৈশাখের সেই অসাধারণ গানটি শুনুন প্রথমে। মন ভালো হয়ে যাবে নিমিষে।
হে নুতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষন
ছোট্টবেলায় পড়া কবিগুরুর বীরপুরুষ কবিতাটি খুবই পছন্দের। আমার এখনো মনে আছে আমার মায়ের মুখে ই প্রথম আমি কবিতাটি শুনি।
এখনো যতবারই শুনি/পড়ি ততবারই নিজেকে কবিতার ছোট্ট বীরপুরুষটির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। অসাধারণ এক অনুভূতি।
কবির নিজের কন্ঠে কবিতাটি তো এককথায় অপূর্ব।
বিশ্বকবির কন্ঠে তার অসাধারন কবিতা বীরপূরুষ
কবির নিজ কন্ঠে কবিতে আজি হতে শত বর্ষ পরে
আজি হতে শত বর্ষ পরে
রবীন্দ্রনাথের অসাধারণ কন্ঠে আবৃত্তি "প্রশ্ন"
প্রশ্ন
কবিগুরুর কন্ঠে তবু মনে রেখো
তবু মনে রেখো
যতদিন বাঙালী থাকবে ততদিন কবি বেচে থাকবেন বাঙালীর হৃদয়ে। তাকে কি ভোলা যায়?
বাংলার মাটি বাংলার জল..... বাঙালীর প্রান... বাঙালীর আশা..... সকল কিছুর মঙ্গল কামনা তারই কন্ঠে ফুটে উঠেছে...।
কবির কন্ঠে বাংলার মাটি বাংলার জল
কবির কন্ঠে কবিতা "The Trumpet"The Trumpet
সবশেষে শুনুন বিশ্বকবিকে হারানোর ব্যথায় কাতর সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কন্ঠে "রবি হারা কবি"রবি হারা কবি
সবশেষে আবার ও বিশ্বকবির জন্মবার্ষিকীতে সহস্র শ্রদ্ধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।