আমাদের কথা খুঁজে নিন

   

হরতালেও অফিস করছি।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আজ হরতাল হলেও আমার অফিস খোলা। তাই হরতালের মাঝেও অফিস করছি। যদিও বাসা হতে বের হয়ে অফিসে আসতে কোন অসুবিধা হয়নি। বাসা হতে বের হবার পর ৭.৩০ এ আব্দুল্লাহপুর টিকেট কাউন্টারে আসি, টিকেট কেটে বিআরটিসি বাসে উঠে বসি।

মাত্র ১৫ মিনিটে আমি কাকলী পৌছে যাই। তারপর নাস্তা করে ৮.৩০ এ অফিসে প্রবেশ করি। অফিসে তেমন কোন কাজের চাপ না থাকলেও অফিসিয়াল সিডিউল মোতাবেক কিছু কাজ আমাকে করতে হয়। তাই একবারে ফ্রী বসে থাকতে পারিনি। কিন্তু অফিসে দুপুরের পর হতে আর থাকতে এবং কাজ করতে ভাললাগছে না।

কি করবো জানি না। বসে বসে অনেকক্ষণ ব্লগ পড়লাম। তারপরেও ভাললাগছে না। কিছু লেখার চেষ্টা করলাম। কিন্তু পারছি না।

কি লিখবো তাও জানি না। একবার ভাবলাম ভার্সিটির প্রোজেক্ট এর কাজ করবো। কিন্তু পারছিনা। আসলে কিছুই ভাললাগছে না। তাই অনেক কষ্টে আছি।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।