falgun গাজীপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল ৪ ডিসেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও ওইদিন নির্ধারিত সব পরীক্ষা যথাসময়ে হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টা থেকে ব্যাচেলর ইন এডুকেশন (বিএড) পরীক্ষা শুরু হবে। ঢাকার দুটি কেন্দ্রসহ সারা দেশে মোট ৪২টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া ওইদিন ডিগ্রি (পাস), বিবিএ (অষ্টম সেমিস্টার) এবং এমবিএরও কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ নির্ধারিত আছে। ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে প্রধান বিরোধীদল বিএনপি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “হরতালের কারণে পরীক্ষা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।