নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলের ডাকা হরতালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ব্যতিক্রম গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। গতকাল সেখানে শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুধু গতকালই নয়, ৩২ বছর ধরে চলে আসছে এ রেওয়াজ। বিশ্বদ্যািলয় সূত্র জানায়, বর্তমানে ডুয়েটে সাতটি প্রকৌশল বিভাগসহ ১১টি বিভাগ রয়েছে। গতকাল ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার শেষ দিন।
হরতাল থাকলেও নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগের পরীক্ষার সময় হরতাল থাকলেও তাও যথারীতি অনুষ্ঠিত হয়। শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়টি রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। অনেক শিক্ষক ও শিক্ষার্থী ঢাকা থেকে যাতায়াত করেন। হরতাল-অবরোধের সময় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচল না করায় শিক্ষকরা আগের দিন ক্যাম্পাসে চলে আসেন।
কেউ কেউ খুব ভোরে ঝুঁকি নিয়ে রওনা হন ক্যাম্পাসের উদ্দেশে। এমনও নজির রয়েছে শিক্ষকরা অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করেছেন। তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র মওদুদ আহমেদ পলাশ জানান, ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও তুলনামূলক এখানে রাজনৈতিক সহিংসতা কম হয়। হরতাল-অবরোধ যা-ই হোক ক্লাস-পরীক্ষা ঠিকঠাক মতোই হয়। এতে অন্য বিশ্ববিদ্যালয়ের মতো সেশনজটের দুষ্টচক্রে পড়তে হয় না আমাদের।
ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম জানান, এটি আসলে আন্তরিকতার ব্যাপার। শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন তথা সবার আন্তরিকতার কারণেই এটি সম্ভব। মতাদর্শের ভিন্নতার কারণে বিভিন্নজন আলাদা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। কিন্তু পড়াশোনা ও ক্যাম্পাসের স্বার্থে আমরা সবাই এক। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ রেওয়াজ চালু হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হতো।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান খান সাইফুল জানান, আমরা আসলে সুস্থ ধারার রাজনীতির চর্চা করি। এ ক্ষেত্রে সবসময় পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়া হয়। - See more at: Click This Linkহরতালেও যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।