আমাদের কথা খুঁজে নিন

   

হরতালেও জাবিতে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলবে

সত্য প্রকাশে সংকোচহীন মঙ্গলবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তবে যেসব শিক্ষার্থী হরতালের কারণে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে না, তাদের সাক্ষাৎকার ৫ ও ৬ ডিসেম্বর নেওয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া সাক্ষাৎকারের আগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের চয়েজ ফরম (ঈযড়রপব ভড়ৎস) পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে চয়েজ ফরম ডাউনলোড করে পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে। সাক্ষাৎকার শেষে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া ১২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০ডিসেম্বর পর্যন্ত। আসন খালি থাকা সাপেক্ষে পর্যায়ক্রমে ২য় ও ৩য় মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ২৩ ও ৩০ডিসেম্বর। ভর্তি সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িলঁহরা.বফঁ) তে পাওয়া যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।