মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। ৪/৫ বছর আগে কোথায় যেন বসে, কোনো একটা ম্যাগাজিন অথবা পত্রিকায় পড়েছিলাম এক সাংবাদিকের কোনো এক দুর্ভি্ষের সময়ে কিছু ছবি তোলার মর্মান্তিক কাহিনী। খুব সম্ভবত আফ্রিকার একটি দেশ। আজ সেই কাহিনীর সাথে সম্পূর্ণ মিল রয়চছে এমন একটি ছবি নেটে পেলাম। তাই আপনাদের সাথে সেই ছবি শেয়ার করলাম। অবশ্য শুনেছি এই ছবি তোলার কিছুদিন পর ঐ সনংবাদিক নাকি আত্মহত্যা করেছিলেন। সত্য কিনা জানি না। অবশ্য এই দুর্ভিক্ষ এই পৃথিবীর কোথাও না কোথাও সবসময় বিরাজ করছে। আর এই দুর্ভিক্ষের প্রধান কারণ পুজিবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।