ভালবাসি ক্রিকেট খেলতে আর এক বার
মিলন কর্মকার
বাংলাদেশের পিঠে আজও অসংখ্য
জানোয়ার চরে বেড়াচ্ছে
বিভিন্ন রকম থাবার শিকার হচ্ছে
বাংলাদেশের পিঠের চামড়া।
অসয্য যন্ত্রনা এখন বাংলার বুকে
অনেক হতাশার ছাপ বাংলার মুখে।
একটি দেশ,
একটি স্বাধীন জাতি.
একটি মানচিএ নিয়ে চলছে টানা হেসড়া।
ত-বিত ভাবে চলছে বাংলাদেশের শরির
এই শরিরের পঁচা মাংস থেকে
নির্গত হচ্ছে র্দূগন্ধ রক্ত
এই রক্ত চুষে খাচ্ছে হিংস্র জানোয়ারেরা।
আর...
গোটা কয়েক লোক
জীবন বাজি রেখে
অদৃশ্য ভাবে স্বাধীনতা রা
করার চেষ্ঠা করছে।
লড়াই করছে
শকুনদের বিরোধে
কিন্তু...............
কোন লাভ হয়নি আজ পর্যন্ত।
ত স্থানে আরো বেশী যন্ত্রনা হচ্ছে।
আতংক বেড়ে যাচ্ছে।
আরো বেশী ভয়ংকর হচ্ছে হায়নার দল।
এই মহুতে
আর একবার গর্জ্জে উঠা দরকার
কে,
কোথায় আছ
বাংলা মায়ের দামাল ছেলেরা
চল আর একবার
মায়ের পিঠের শুত্র“ নয়
জানোয়ার মুক্ত করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।