আমাদের কথা খুঁজে নিন

   

মিলন হবে কতদিনে....

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

তোমার বুদ্ধি-শুদ্ধির প্রতি আমার আস্থার অভাব কোন দিনই ছিল না। তোমার বুদ্ধির দীপ্তি, সেটাই আসলে তোমার রুপের ছটা- একথাটা আমি তোমাকে বহু বার বলেছি। তোমার এই কথাটা কেন যেন মনে থাকে না, কেন থাকে না? আমি কৃতজ্ঞ, আমার গর্বের অনেক কিছু আছে, আমাদের নীরবচ্ছিন্ন দীর্ঘ এই বন্ধুত্বের জন্য, তোমার সহানুভুতির জন্য। সাতাশ বছর অনেক দীর্ঘ সময়, অনেক লম্বা এই পথ পরিক্রমা। এক সাথে পথ হাটা।

কৃতজ্ঞ তো নানা কারনে, সে সব কিছুর উল্লেখ আজ হবে বাহুল্য মাত্র। তোমাকে নতুন করে কিছু বলব বলে আজ আবার কলম হাতে নিয়েছি। আমার নতুন কিছু উপলদ্ধি, নতুন কিছু অন্বেষনের উত্তর তোমায় জানাতে চাই- আমার এই পঙতিমালা, আমার শব্দগুচ্ছ, সবই আজ তোমাকে লক্ষ্য করে। আজ আমি নতজানু হয়ে, হাটু গেড়ে বসিয়েছি আমার ভিতরের পুরুষ টাকে, তোমার সামনে- তোমার দয়া দিয়ে তার হৃদয়টাকে ধুয়ে দিতে। পিছনে ফেলে এসেছি আমার আকাশ ছোয়ার উচ্চাকাঙ্খা, পাশে সরিয়ে রেখেছি আমার লোভ---প্রতিষ্ঠার পাওয়ার জন্য, কাঞ্চন অর্জনের জন্য----অবলীলায় ছুড়ে ফেলেছি ধুমপানের প্রতি আসক্তি।

আজ এই সাতাশ বছর পার হয়ে এসে আমার যা নতুন উপলদ্ধি, তা হলো- নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী চুড়ান্ত অর্থে কেউ কারো বন্ধু হতে পারে না। কেউ কারো ভাষা বোঝে না। দুজনের মাঝে এখনো যোজন- যোজন দুরত্ব। পুরুষ এখনো যোগ্য হয়ে উঠেনি নারীর জন্য, এখনো তার অর্জনের অনেক কিছু বাকী। নারী-পুরুষের পারস্পরিক এই বিচ্ছিন্নতা বহুদিনের, বহুযুগের।

কবে পুরুষ যোগ্য হয়ে উঠবে তার নারীর জন্য? কবে সে তার ভিতরের পুরুষটাকে পুরোপুরি নুইয়ে বলে উঠবে- আমাকে গ্রহন করো? আর কতো যুগ কতো কাল পার হলে, তবে অনন্তের ওপারে বসে আছে যে নারী, তার মনের মানুষটির জন্য- তার অপেক্ষার পালা ঘুচবে? ............. মিলন হবে কতদিনে........... আমার মনের মানুষের সনে ......................ও মিলন হবে কতদিনে........... আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।