আমাদের কথা খুঁজে নিন

   

মিলন কাব্য

সাতজনমের তপস্যা আমার ভালবেসে গেছি তোমায় অসীম নিলীমার; তুমিও বেসেছো বোধ হয় ভালো রঙিন আলোয় সারা পৃথিবীটা করিছো ঝলমলো। আমার অনূভূতি আর আবেগকেই সাজিয়েছো তুমি বেশ অনেক মায়ায় অনেক প্রেমেও কাটেনা তার রেশ। তোমার আমার মাঝে দেয়াল আছে মানি সেটাও ভেঙে ফেলা অসম্ভব নয় জানি। পরাজয় মেনে নিয়েছো আজ প্রমান হলো খাটি সোনা হয়েছো পরাজয়ে দারুণ খুশি তুমি এতদিনে বুঝিছো সখি প্রেম সেতো এমনই অনেক দামী। প্রেম সব ওলট পালট করে দেয় আমার আমিকে ‍দূরে ঠেলে তোমার তুমিকে বেশি আপন করে নেয়।

আমার সৃষ্টিতে শুধু তুমি ছিলে তোমার সৃষ্টিতে আজ শুধু আমিই মেলে। আমাকেই সৃষ্টি করছ নতুন নতুন সাজে তোমার হৃদয়ে সখি হায় আমারই সুর বাজে। আমার কবিতা তুমি তোমর ছন্দে আনন্দে নৃত্য গীতে ও দেখি আমি। ভুলে গেছি পার্বতী ভুলে গেছি হৈমন্তি নার্গিস ভুলে গেছি সুরঞ্জণা ভুলে যাও নজরুল ভুলে যাও দেবদাস ভুলে যাও বিচ্ছেদ বেদনা। মিলন কাব্য হবে বিচ্ছেদ বিরহকাব্য ঝেড়ে সখি তুমি আমার হবে।

মিলে মিলে মিলন কাব্য তোমাতে আমাতে রচিল কি সমুধর! সুখের পাখিরা বাধে বুঝি ঘর ! উষার আকাশে এসেছে দেখ সোনাঝরা রোদ্দুর।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।