ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
মিলন দূরাশা/ শেখ জলিল
মনটা করছে উড়ুউড়ু
বুকটা কাঁপছে দুরুদুরু।
ভরা আষাঢ়ে দুকূল ছাপিয়া উঠছে ঢেউ
অকাল বৈশাখী মারছে ছোবল সারাবেলা
ভাঙছে বুকের এপার ওপার তটিনীর
বড়োই একা সে আজ!
অদূরে সাগর ডাকে আয় আয়-
হিজল বনেতে কাঁপে রাতজাগা পাখি।
বাইরাম বাইরাম করে মন
আনচান আনচান করে মন!
এমনি অবেলা হয়ে গেছে আজ
সূর্যের মুখটি যায়নি দেখা তখনো
সাগর নদীতে যোজন যোজন দূর
মিলন দূরাশা!
০৩.০৮.২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।