সুখীমানুষ
প্রিয় ব্লগার বন্ধুরা,
সকালে দিয়েছিলাম 'যেভাবে কাটলো ব্লগারদের মিলন মেলা', যা ছিল কল্পনা থেকে লেখা। এখন লেখছি নিজের চোখে দেখে এসে।
রিজভী ভাইএর সাথে দেখা হলো জাদুঘরের সামনে। পরে রিজভী ভাই এর হাতে সিঙ্গারা আর বক্স, আমার হাতে নিলাম পানির বোতল। চারু কলায় গেলাম, গিয়ে দেখি নিশা, মোস্তফা, নাঈম, দেবদারু এরা গল্প করছে।
সবার সাথে কোলাকুলি করলাম (নিশা ছাড়া)। ব্যানার লাগালাম। একে একে আসতে শুরু করলেন অনেকেই। (যারা পরে আসছেন এদেন নাম কইলাম না ইচ্ছা কইরাই...দেরী করছেন ক্যান???)
সবচেয়ে আশ্চর্য হলাম কালপুরুষদাকে দেখে। বয়স হবে প্রায় ৫০ এর মতন।
অথচ ওনার ডিসপ্লেতে দেয়া ছবিটা কিন্তু যুবক টাইপ। আইরিন আপুর সাথেও কথা হলো, খুব মিশুক টাইপ মনে হলো কথা বলে। আর একটা কথা না বল্লেই নয়, কেএস আমিন ভাই অনেক বড় মাপের এবং বড় দায়িত্বের মানুষ (ওনি বলতে স্বাচ্ছন্দবোধ করেন না তাই ডিটেলস বল্লামনা) তার পরেও তিনি অনেক্ষন সময় দিলেন আমাদের মিলন মেলায়।
ধীরে ধীরে সন্থা ঘনায়ে আসতে লাগলো, আরিলেরতো দেখা নাই। পরে মশা মহোদয়দের জন্ত্রনায় পাতা দিয়ে ধূয়া তৈরী করা হলো।
খানিক্ষন পরে আসলেন আরিল, জানা। কেক কাটা হলো, অনুষ্ঠান শুরু হলো, একটা সময় শেষও হলো।
আরিল সম্পর্কে দুটু কথা বলতেই হয়। ভদ্রলোক খুবই অমায়িক। যদিও নরওয়ের লোক তবু খুব ভালো বাংলা বলেন।
আজ প্রায় ১৪ বছর ধরে নাকি তিনি বাংলাদেশে। এবং আমার সাথে আলাপকালে বল্লেন.."এটাতো আমার দেশ, আমি সারা জীবন এদেশেই থাকবো", আহারে...জন্মগত ভাবে, পূর্বপুরুষীয় ভাবেও যারা আমরা বাংলাদেশী তাদের সবার গলায় যদি এমন মায়া মাখা কথা শুনতাম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।