'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’
আজ আমার ব্লগ এ প্রথম দিন,যখন আমি সাম -হ্বরে রেজিস্টেশন করতে ছিলাম আকাশের মেঘ গুলো নুপুর পায়ে নেচেই যাচ্ছে।তুমুল ব্রৃস্টি শুরু হলো,আমি আমার ভিতরের মানুষ টাকে বুঝতে পারি না,কম্পিউটা রেখে আমার অজান্তেই কখন জানি আমার মনটা ছুটে চল্লো অজানায়।বৃস্টির ফোটা আমার সমস্ত শরীর জুড়ে মিলনের টানে ছুটে চলছে মাটির পানে।এই মহা মিলনের খনে আমি সুধুই শাখি হয়ে মাঝে দাঁড়িয়ে থাকা আর বুকে ব্যথার সৃতির গাথা মালা তুমিও কী ভিজতে আছো ? নাকি কারো আদরে বাহু পানে শুয়ে সপ্ন দেখছো? বৃস্টির একটা সময় থেমে জেতে হয় আমার আর থামা হয় না তোমার জন্য।ফিরে এসে এটাই আমার প্রথম লেখা,প্রথম মিলন আমার আর সাম -হ্বরের মধ্যে।
ভালো থেকো তুমি,ভাল নেই আমি,ভাল থেকো সাম -হ্বরের সবাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।