"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
উদ্যাপন
নিরক্ষরেখার ভারসাম্য ধূলো করে অক্ষ-দ্রাঘিমা তখন একাকার,
বিকেলের আলো নিভছে, তুমি জ্বলে উঠছো, আমিও তোমার স্পর্শে
কাপাস তুলোর মতো নির্ভার, অনুভূতির শীর্ষে। প্রতিদিনের ক্লান্তি
জমে ওঠা ঘষা কাঁচ চোখ শুধু জ্বলজ্বল, অথচ আমি বিড়াল না,
যে আঁধারে চোখ জ্বলবে টুনি বাল্বের মতো - তুমি আমাকে
তাও বানালে; রংধনু মনে নিয়ে আমি কেবল উচাটন,
ততোক্ষণে খুলে নিয়েছো সেফটি বাটন; সফেদ বুকে
হাজার প্রলোভন,- ফিসফাস কানে বললে,
'আরেকবার সহমরণ'! অক্ষ-দ্রাঘিমা মিলেমিশে
একটাই দিগন্ত পুনরায়, তোমার দেহবাঁকে আমার দৃষ্টি
আঁকছে, তখন আমিও যামিনী রায়। সঙ্গম যদি শিল্প হয়,
করছি ভালোবাসার প্রদর্শনী, দুজনের গ্যালারীতে
একক উদ্যাপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।