আমাদের কথা খুঁজে নিন

   

‘ব্যালটে সিল মেরে রাখতে চাপ দেয়া হচ্ছে’

শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, “১৮ দলীয় জোট প্রার্থীর সমর্থক ও এজেন্টরা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রতিটি বাক্সে ২ থেকে ৪শ’ ব্যালেট পেপার ঢুকিয়ে রাখার জন্য চাপ দেয়া হচ্ছে। ”
ভোট কেন্দ্র দখল করে বাক্সে সিল মেরে ব্যালট পেপার ঢুকানোর জন্য চিহ্নিত সন্ত্রাসীদের গাজীপুরে জড়ো করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, পাশাপাশি ৯৯টি ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে ভোট কারচুপির জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
শনিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুই উপজেলার ৫৭টি ওয়ার্ডের ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে।

নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য।
আগের নির্বাচনগুলোর মতো এবারো বিএনপি সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এবং কারচুপির আগাম আশঙ্কা প্রকাশ করে সেনা মোতায়েনের দাবি জানালেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি।
রহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “আমরা দলের পক্ষ থেকে প্রতি কেন্দ্রে নির্বাচন কমিশনের অধিক পর্যবেক্ষক নিয়োগের দাবি করেছিলাম। কিন্তু কমিশন ৫৭টি ওয়ার্ডে প্রথমে ১৯ জন নিয়োগ দিয়েছিলো। এখন তা কমিয়ে সাত জনকে নিয়োগ দিয়েছে।


৩৯২টি কেন্দ্রের জন্য মাত্র ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার পেছনেও উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে সুষ্ঠু নির্বাচন হলে ১৮ দলীয় জোট প্রার্থী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হবেন।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, সালাহউদ্দিন ভূইয়া শিশির, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.