আমাদের কথা খুঁজে নিন

   

পর্যবেক্ষক বের করে দিয়ে ব্যালটে সিল

সুন্দরবন সংলগ্ন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষক ও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে গনহারে ব্যালটে সিল দিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।

এছাড়া ব্যাপক জাল ভোট ও নজিরবিহীন ভোটারহীন অবস্থায় শাসকদল আওয়ামী লীগের ক্যাডারদের প্রতিপক্ষ নিজ দলের দুই বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি ও প্রান নাশের হুমকির মধ্যদিয়ে এই আসনে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তবে মোড়েলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নের বি পাঠামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ভোট বর্জনকারীদের ককটেল নিক্ষেপ ছাড়া বড় ধরনের কোন সহিংস ঘটনা ঘটেনি।

তবে সংখ্যালঘু ও আওয়ামীলীগ সমর্থিত এলাকাগুলো ভোটকেন্দ্রগুলো ঘুরে দিনভর দেখাগেছে সেখানে ১২ থেকে ১৫ ভাগ বৈধ ভোট পড়েছে। এ সব অভিযোগের বিষয়গুলো নিশ্চিত করেছে এই আসনের বেসরকারী ভাবে নির্বাচন পর্যবেক্ষনকারী উন্নয়ন সংস্থা রুপান্তর ও আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী।

সরেজমিনে মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার সর্বমোট  ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০ টি কেন্দ্রে ভোটার বিহীন এই ভোটের চিত্র এমনটি হলেও ভোট শেষে সরকারী ভাবে দাবী করা হয়েছে এই আসনে ভোট পড়েছে শতকরা ৩২ ভাগ।

আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামালীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি ও মোড়েলগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত আহবায়ক মনিরুল হক তালুকদার বিকেলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, দুপুর ১২ টার পর থেকে সাবেক প্রতিমন্ত্রী বর্তমান এমপি ও আওয়ামীলীগের প্রার্থী ডা. মোজাম্মেল হোসেনের ক্যাডার বাহিনী পানগুছি নদীর উত্তর পাড়ে ৯ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্র থেকে পর্যবেক্ষকসহ তাদের এজেন্টদের বের করে দিয়ে গনহারে নৌকা প্রতীকের পক্ষে ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়েছে। তাদের এজেন্টদের নির্বাচনের পর প্রাননাশের হুমকিও দিয়েছে এমপি ডা. মোজাম্মেলের লোকজন।

এই দুই প্রার্থীর অভিযোগের সাথে কেন্দ্রে থাকা রুপান্তরের পর্যবেক্ষকরা একমত পোষন করেছেন। নৌকা প্রতীকের লোকজনের ভয়ভীতির কারণে ভোটকেন্দ্রে ভোটারা আসতে পারেননি বলে তারা অভিযোগ করেন।

তবে ডা. মোজাম্মেল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.