আমাদের কথা খুঁজে নিন

   

‘গোল্ডেন ফুট’ পুরস্কারের জন্য মনোনীত রোনালদো

২০০৩ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার দেয়া হয় ২৮ বছর বয়সের ঊর্ধ্বে বিশ্বের সেরা ফুটবলারকে। মনোনীতদের মধ্যে রয়েছেন, রোনালদোর ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।
সাম্প্রতিক ফর্মের পাশাপাশি একজন ফুটবলারের পুরো ক্যারিয়ার বিবেচনা করে এ পুরস্কার দেয়া হয়। এর আগে গোল্ডেন ফুট পেয়েছেন রবার্তো কার্লোস, রোনালদিনিয়ো, ফ্রান্সিসকো টট্টি এবং গত বছর জ্লাতান ইব্রাহিমোভিচ।
প্রতিবছর মোনাকোতে দেয়া এ পুরস্কার কোনো খেলোয়াড় কেবল একবারই জিততে পারেন।
অনলাইনে ভোটাভুটিতে বিজয়ীকে নির্বাচিত করা হবে। আগামী সেপ্টেম্বরে ২০১৩ সালের ট্রফি বিজয়ীর হাতে তুলে দেবেন মোনাকোর রাজপূত্র দ্বিতীয় আলবার্ট।
এবার মনোনীতদের মধ্যে আরো রয়েছেন, স্যামুয়েল ইতো (আনঝি মাখাচকালা), আন্দ্রে পিরলো (জুভেন্টাস), দিদিয়ের দ্রগবা(গালাতাসারাই), ফ্রাংক ল্যাম্পার্ড (চেলসি), মিরোস্লাভ ক্লোসা (লাৎসিও), ডেভিড ত্রেজগে (রিভারপ্লেট) ও ডেভিড বেকহ্যাম।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.