আরশীতেমুখ
Mon, Jul 12th, 2010 4:15
সুযোগ ছিল ডেভিড ভিয়া এবং ওয়েসলি �েইডারের। কিন্তু রোববার ফাইনালে তারা কেউ গোল করতে পারেননি। ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পেয়েছেন জার্মান খেলোয়াড় টমাস মুলার।
তবে একেবারে খালি হাতে ফেরেননি ভিয়া। তিনি পেয়েছেন সিলভার বুট।
বাদ যাননি �েইডারও। ব্রোঞ্জ বুট পেয়েছেন তিনি।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি সেরা তরুণ ফুটবলারও হয়েছেন মুলার। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন মেক্সিকোর জিয়োভানি সান্তোস ও ঘানার আন্দ্রে আয়ুকে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচ গোল করেছেন চার জন টমাস মুলার, স্পেনের ডেভিড ভিয়া, নেদারল্যান্ডসের �েইডার এবং উরুগুয়ের দিয়েগো ফোরলান।
কিন্তু গোল করার পাশাপাশি গোলের সুযোগ তৈরি করে দেয়ার হিসেবটাও বিবেচনা করেছে ফিফা। এতেই এগিয়ে যান মুলার। গোল করার জন্য তিনি তিনটি বল বানিয়ে দিয়েছেন। বাকিরা দিয়েছেন মাত্র একটি করে।
২০০৬ সালের বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা।
৫ গোল করেন তিনি।
১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের কিংবদন্তী জা ফঁতের ১৩ গোল বিশ্বকাপে এখনো বিস্ময় হয়ে আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।