জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
গোল্ডেন গোব অ্যাওয়ার্ডের টুকিটাকি:
* ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানটির আয়োজন করে আসছে।
* উপার্জিত অর্থ হলিউড ছবির জন্য ফান্ডে বরাদ্ধ থাকে।
* অস্কার ও গ্র্যামি অ্যাওয়ার্ডের পরই এই অনুষ্ঠানটি সবচেয়ে বেশি দেখা হয়।
এমনকি এই অনুষ্ঠানটিকে বৃট্রিশ বাফটা অ্যাওয়ার্ডের সমমানের গণ্য করা হয়।
*অস্কার, গ্র্যামি অ্যাওয়ার্ডের একজন নিয়মিত উপস্থাপক থাকে যিনি অনুষ্ঠানের শুরুতেই সবাইকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এই গোল্ডেন গোব অ্যাওয়ার্ডে এ ধরণের কোন উপস্থাপক নেই।
* হলিউডের ৮৬ জন বিনোদন সাংবাদিকের সিদ্ধাšে— অনুষ্ঠানের জয়-পরাজয় নির্ধারণ করা হয় । এমনকি বিদেশী মিডিয়াও এতে অধিভুক্ত থাকে।
* ১৯৪৪ সাল থেকে শুর“ করে ২০১১ সাল পর্যš— প্রত্যেকটি অনুষ্ঠান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর মধ্যে ৬৫তম অ্যাওয়ার্ড চলচ্চিত্র লেখক সমিতি কারণে অনুষ্ঠিত হয়নি। এমনকি চলতি বছরও জুরি বোর্ড ঘুষ নেয় এমন অভিযোগে আদালতে মামলা গড়িয়েছে।
*৬৬তম অ্যাওয়ার্ড অর্থাৎ ২০০৯ সাল থেকে এই অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে দেখানো শুর“ হয়।
*২০০৬ সাল থেকে সেরা এ্যানিমেশন ছবির জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়।
* এই পর্যš— সবচেয়ে বেশি বার গোল্ডেন গোব পুরস্কার পেয়েছেন- মেরিল স্ট্রিপ এবং জ্যাক নিকোলসন প্রত্যেকেই (৬ বার)
* সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জ্যাক লেমন (২২ বার) এবং মেরিল স্ট্রিপ (২১ বার)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।