শিশুকে বুকের দুধ খাওয়ালে ক্যানসারের ঝুঁকি কমে। সন্তানকে ছয় মাস বুকের দুধ খাওয়ালে ক্যানসারের কারণে মৃত্যুঝুঁকি শতকরা ১০ ভাগ হ্রাস পায়। যে মা সন্তানকে বুকের দুধ খাওয়াবেন তার হূদরোগের কারণে মৃত্যুঝুঁকি শতকরা ১৭ ভাগ কমে যাবে। সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা বলেন, শিশুকে বুকের দুধ খাওয়ানো শিশু ও মা উভয়ের জন্যই উপকারী।
এটি বিভিন্ন রোগে মৃত্যুর হাত থেকে দু’জনকে রক্ষা করে। গবেষকরা গত ১২ বছর ধরে ৯টি ইউরোপীয় দেশে ৩ লাখ ৮০ হাজার লোককে নিয়ে গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চের উপদেশ অনুযায়ী যারা জীবনযাপন করেন তাদের অন্যদের তুলনায় বিভিন্ন রোগে মৃত্যুঝুঁকি শতকরা ৩৪ ভাগ কম। গবেষণায় নেতৃত্ব দেওয়া লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ড. তেরেসা নুরাত বলেন, যারা সন্তানকে বুকের দুধ পান করান তাদের অন্যদের তুলনায় ক্যানসারের কারণে মৃত্যুঝুঁকি শতকরা ১০ ভাগ কমে আসবে। সেই সঙ্গে সংক্রামক রোগজনিত কারণে মৃত্যুঝুঁকি শতকরা ১৭ ভাগ কমে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।