আমাদের কথা খুঁজে নিন

   

গাজায় আমার সন্তানকে



যারা মারে তারাও মানুষ মানুষ তারাও যারা মরে মৃত্যুর দৃশ্য দেখে যাদের রোমহর্ষ হয় মানুষ তারাও আমাদের শিশুরা মরে আমরা জন্ম দিয়ে মেরে ফেলি শিশুদের মৃত্যু দেখতে আমাদের ভাল লাগে ভীষন রোমাঞ্চ হয় শিশুদের শরীর কী কোমল... সামান্য আঘাতে কেমন ফুলের পাপড়ির মত মুষরে পড়ে... আমরা আচ্ছন্ন হয়ে দেখি গুলিতে, আঘাতে দেয়াল চাপা পড়ে কী নিশ্চুপ নির্বিবাদে ওরা মরে যায় কোন কোলাহল করে না, কলরব করে না, এমনকী আর একটা ঢিল ও ছোড়ে না আমার বাবা সোনারা লক্ষীসোনা এই দেখো আমার চোখ তোমাকে অনেক অনেক চুমু এই অশ্রুজলের জন্য বুঝালে তুমি আমি তোমাদের পিতা ছিলাম পিতা এবং হন্তারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.