.............সুন্দর দিনের আগামী। অ তে, অনেক দেশের সেরা দেশ।
আ তে, আওয়ামী লীগের নতুন বেশ।
ই তে, ইটটি মারো পিকেটিং কালে।
ঈ তে, ঈষাণকোনে বজ্র খেলে।
উ তে, উঠছে জেগে দেশ জনতা।
ঊ তে, ঊষার তেজে ছাড় ক্ষমতা।
ঋ তে, ঋণের বোঝা আমার কাধে।
এ তে, একাত্তরের স্বাধীন দেশে।
ঐ তে, ঐ ইতিহাস খাচ্ছে বেচে।
ও তে, ওঝা যদি সাপ ছেড়ে দেয়।
ঔ তে, ঔষধ খেলে জ্বর বেড়ে যায়।
ক তে, কোথায় তোমরা মুক্তিসেনা।
খ তে, খাচ্ছে যে দেশ চোর হায়েনা।
গ তে, গরীব দেশের অর্থনীতি।
ঘ তে, ঘোল খাওয়চ্ছে হরতাল প্রীতি।
ঙ তে, ফিঙে পাখি দেখতে কালো।
চ তে, চোরে গেছে দেশটা ভরে।
ছ তে, ছাগু চলে কিসের জোরে।
জ তে, জ্বলে মরূক আমজনতা।
ঝ তে, ঝড় বয়ে গেলেও চায় ক্ষমতা।
ঞ তে, মিঞা, রাজনীতিবিদ না থাকায় ভালো।
ট তে, টাকা ক্ষমতা দুই ভাই।
ঠ তে, ঠেলার নাম বাবাজী তাই।
ড তে, ডর লাগে ভাই পথ চলিতে।
ঢ তে, ঢলে পড়ি যদি ইট গুলিতে।
ণ তে, পণ করে সব গাড়ি পোড়াই।
ত তে, তেলা ‘মাল’-এ ঢালো তেল।
থ তে, থাকলো বিড়াল গেল রেল।
দ তে, ঋণের জন্য দরকার হেতু।
ধ তে, ধার করে কর পদ্মা সেতু।
ন তে, নুন আনতে যার পান্তা ফুরায়।
প তে, প্রতারিত কারা ডেসটিনি তে।
ফ তে, ফল্স নিউজের লাভ কার ঝুলিতে।
ব তে, বড় গলায় বলি কথা।
ভ তে, কার জন্য ভাই ভারতমাতা।
ম তে, মোদের গরব মোদের আশা।
য তে, যাক ভেগে যাক শিয়াল কুকুর।
র তে, রাজাকারের মাথায় মুগুর।
ল তে, লাশের মিছিল রক্তের গন্ধ।
শ তে, শিবির জামাত কি জন্মান্ধ।
ষ তে, ভাষা মোদের বাংলা ভাষা।
স তে, সব কেলেংকারীর বিচার চাই।
হ তে, হলমার্ক-ই শেষ নয়রে ভাই।
ৎ তে, সৎ লোকের দরকার ভাই।
ং তে, সংসদে আর সং না চাই।
ঃ তে, দুঃখ করে লাভ কি ভাইএ
ঁ তে, চাঁদ উঠতে আর দেরি নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।