আমাদের প্রধানমন্ত্রী ঢাকার মানুষ কে সেবা দিতে উদ্গিরিব কিন্তু পুরা দক্ষিণ অঞ্চল এর মানুষ বছর এরপর পর বছর একটা সেতুর জন্য কষ্ট করতাছে তাদের কষ্ট কিছু না। কারন সেতু হইলে তো দলীয় কর্মীরা ফেরিঘাট এর চাঁদার থেকে বঞ্ছিত হবে। বঙ্গবন্ধু জাতির পিতা জার দেশ এ জাইতে হলে নদি সাঁতরায় যাইতে হয়। ছি লজ্জা। আর প্রধান বিরোধী দল তো ক্ষমতায় আসলে দক্ষিণবঙ্গের কোনও উন্নয়ন কবে না কারন অইতা তার বাড়ি না।
এই দুইটা দল গনতন্ত্রের নামে আমাদের দেশরে গন ধর্ষণ করতাছে। আর আমরা বইসা বইসা মজা দেখতাছি। এই দুইদল এর নেতাকর্মীরা তাদের প্রয়োজন এ আমাদের খুন করে চাঁদাবাজি করে আমাদের মা বোনদের শিল্লতাহানী করে আর আমরা তখন চোখের পানি ফেলি। কারন আমরা জাতি হিসাবে যোদ্ধা থেকে হিজরা হয়ে গেছি।
আমার ব্লগিং এর উৎসাহ সামুর টিপাই মুখ ও অন্যান্য পোস্ট জা আমাকে দেশ এর জন্য সচেতন করে তুলেছে।
এটা আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমা করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।