ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে এলডিপি সভাপতি অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় যেতে পারবে না।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কারো জান ও মালের নিরাপত্তা নাই। নতুন কর্মসংস্থানের সুযোগ নেই এবং অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এসব কারণেই নৌকা চিরদিনের জন্য ডুবে যাবে। ”
চট্টগ্রামে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
নারী সংসদ সদস্যদের নিয়ে একটি মন্তব্যের জের ধরে মানহানির মামলায় গত বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে হাজির হয়ে সরকার সমর্থকদের হামলায় পড়েন অলি আহমদ।
অলি বলেন, “১৮ নভেম্বর চন্দনাইশের এক সভায় সরকারের অদক্ষতা ও ব্যর্থতার বিষয় জনসমক্ষে তুলে ধরা হলেও সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে কোন অশালীন বক্তব্য দেওয়া হয়নি, কারণ আমি কখনো কোনো ভদ্রমহিলা বা ভদ্রলোককে অপমান করে কথা বলি না। ”
এলডিপি সভাপতি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে একাত্বতা প্রকাশ না করায় এবং চারদলীয় ঐক্যজোটকে নৈতিকভাবে সমর্থন দেয়ার কারণেই তার বিরুদ্ধে নানা চক্রান্ত শুরু হয়েছে।
“এ সরকারে বিগত তিন বছরে আমার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। চারদলীয় জোটের সঙ্গে যাওয়ায় সরকার প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে,” বলেন তিনি।
অলি দাবি করেন, আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রী ও সভাপতিমণ্ডলীর এক সদস্য তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তাকে নানা ‘প্রলোভন’ দেখিয়েছে।
দুজনের নাম জানতে চাইলে তিনি বলেন, “নাম বলে তাদের ছোট করতে চাই না। ”
চট্টগ্রামের হামলায় এলডিপিকর্মীসহ ৩৫/৪০ জনকে আহত হয়েছে দাবি করে অলি বলেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটলে ‘যথোপযুক্ত’ উত্তর দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এলডিপি নেতা রেদোয়ান আহমেদ, সৈয়দ দিদার বখত, জামিরুল আক্তার , শাহদাৎ হোসেন সেলিম উপস্থিত ছিলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।