সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! বাংলাদেশে এ এক অদ্ভুত অবস্থা , যে মানুষটি একটি বিষয়ে প্রায় কিছুই জানে না, সে-ই ঐ বিষয়ে দীর্ঘ আলোচনা করে ফেলে ! তারই প্রমাণ হিসাবে – মিউজিক নিয়া প্রায় শূন্য ধারণা থাকা সত্ত্বেও “ অর্থহীন” এর নতুন অ্যালবাম
“ অসমাপ্ত ২ ” নিয়া রিভিউ লিখে ফেললাম! রিভিউটা সিরিয়াসলি না নিয়া অর্থহীন আলোচনা হিসাবে নিলেই কৃতজ্ঞ
থাকবো ।
অনেক অনেক প্রতীক্ষার পর আসছে এই অ্যালবাম টা।
এই প্রথম বাংলালিংক এর স্পন্সর এ অর্থহীন এর অ্যালবাম বের হল, যদিও প্রথমে বাংলালিংক মিউজিক স্টেশন এ এটা পাবলিশ হইছে, এখন সিডিতেও পাবেন।
অ্যালবাম এর মোট ট্র্যাক ১২ টি।
১/ উরু উরু মনঃ
অর্থহীনের গিটার আর ড্রাম এর অসাধারণ কম্বিনেশনের উদাহরণ এই ট্র্যাক টা।
প্রায় চার মিনিটের এই গানটার লিরিক্স ভালই। একা একা শুনার জন্য নয়, বরং কনসার্ট এ শুনতেই বোধ হয় বেশি উপভোগ্য হবে। সুমনের গিটারের কারুকাজ গান টার প্রধান আকর্ষণীয় দিক।
২/ আলো আর আঁধারঃ
মিষ্টি প্রেমের একটা গল্প বলের চেষ্টা করা হইছে গানটিতে। মিউজিকটা এখনো কানে বাজছে ।
সুমন গেয়েছেও ভালো কিন্তু আমার মনে হয় , নারী কণ্ঠ থাকলে গানটা আরও পরিপূর্ণ হতে পারতো। আনিলা/এলিটা/ নান্সি কে নিয়া গাইলে ডুয়েট টা জনপ্রিয় হতে পারতো।
৩/ আনমনে ২
কিছু কিছু গান আছে – লাউড স্পীকার এ সব থেকে উচ্চ ভলিউমে দিয়া না শুনলে ঠিকঠাক মতো মজাটা পাওয়া যায় না। পাঁচ মিনিটের “আনমনে ২” আপনি বারবার শুনলেও আবার শুনতে ইচ্ছা করবে। লিরিক্সটা যথারীতি সুন্দর ।
গায়কী ও সুরেও অন্য ট্র্যাক গুলো থেকে আলাদা!
৪/ যাক নাঃ
কানে হেডফোন লাগিয়ে হাল্কা ছন্দে মাথা দুলিয়ে শুনার জন্য এই গান বেশ ভালো। সুরটা মিষ্টি – লিরিক্স মনে ছোঁয়া দিবে আলতো করে- সুমনের গায়কীর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সুরেলা।
৫/গল্পের শুরুঃ
অর্থহীনের ট্রেডমার্ক যে কয়টা গান আছে, সেগুলোর একটা হল- অদ্ভুত সেই ছেলেটি...। । “গল্পের শুরু ”
এর ২য় ভার্সন ।
আগের টার মতই , লিরিক্স-মিউজিক একেবারে সেই রকম অস্থির! আমি অপেক্ষা করে আছি ,
কনসার্ট এ অর্থহীন এই গানটা কীভাবে পারফর্ম করে! অ্যালবাম হিট হবার জন্য এরকম ২/১ টি গানই যথেষ্ট ।
৬/মাঝে মাঝেঃ
আমি-তুমি-ভালবাসি, এই তিন শব্দে গানের মূল ভাবনা । সাড়ে চার মিনিটের গানটা আপনার bf/gf কে কল্পনা
করে শুনলে ভালই লাগবে। bf/gf-বিহীন হলে বেশ স্লোও এই গান শুনলে কিঞ্চিৎ আফসোস হইতে পারে!
৭/আবারঃ
সাদা কাগজে ১০০ভাগ জোর দিয়া লিখে দিতে পারি- অর্থহীনের সামনের কনসার্ট গুলোতে এই ট্র্যাকটার জন্য সব থেকে বেশি রিকুয়েস্ট আসবে! কনসার্টে বন্ধুদের সাথে নাচতে নাচতে হারিয়ে যাবার গান হল “আবার” । প্রায় সাড়ে চার মিনিটের রক ঘরনার গানটার লিরিক্স আপনাকে স্বপ্ন ও আশা দেখাবে, আবার, সামনে এগিয়ে যাবার জন্য।
কেন জানি , অর্থহীনের প্রেম-প্রেম টাইপ গানগুলো ভালো লাগে না তেমন একটা। “আবার” এর মতো রক গানগুলোই বুকে ধাক্কা দেয় বেশি।
৮/আকাশের তারাঃ
মেলোডিনির্ভর এই ট্র্যাকটা অনেকটা আমি-তুমি টাইপ এর। পুরো গানে সুমন একাই কণ্ঠ দিছে, লিরিক্স ভাল। তবে বেসবাবার অন্যান্য মেলোডি গানের মতই - শুনলে মনে হয় , যেন আগে শুনেছি কোথায় যেন! সুমন বিরোধীরা যে অভিযোগ করে, ওর সব মেলোডি গান প্রায় একই সুরের - তিন মিনিট ৪০সেকেন্ড এর এই গানটা তার প্রমাণ!
৯/ সূর্যঃ
গানটার মূল থিম অনেকটা এরকম – চারদিকে আঁধার, আর তা ভেদ করে সূর্য উঠে।
লিরিক্স এর মান গড়পড়তা, তবে মনোযোগ দিয়া শুনলে মিউজিক এর কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। শুধুমাত্র ইন্সট্রুমেন্ট এর জাদুর জন্য ও গানটা আপনার ভালো লাগতে পারে।
১০/ক্যান্সারঃ
প্রায় ৮মিনিট ৮সেকেন্ড এর এই ট্র্যাকটা বেশ খানিকটা সময় ও “ধুর!কখন শেষ হবে ” টাইপ ভাবনা নিয়ে শুনতে হবে, যদি আপনি অর্থহীনের পাগল ভক্ত না হইয়া থাকেন! যাই হউক , গানটা বাংলাদেশের অনেকরই লেখনী গুরু হুমায়ন আহমেদ (ক্যান্সার থেকে মুক্তি পাক) কে উৎসর্গ করলাম।
১১/ নিকৃষ্ট ২
মেটালধর্মী এই গানটার ড্রাম আর গিটার এর মেলবন্ধন বেশ !তবে উঁচু বিট এর কারনে লিরিক্স বুঝতে কষ্ট হইছে । নতুন ব্র্যান্ড গুলোর অনেক কিছুই শিখার আছে ট্র্যাকটা থেকে।
১২/বাংলালিংক টিউনঃ
যেহেতু বাংলালিংক স্পন্সর , ট্র্যাকটা তাই ওদের থিম সং এর উপর করা। ইন্সট্রুমেন্ট নির্ভর এই ট্র্যাক হাবিব এর করা টিউনের ইমপ্রুভড ভার্সন। শুধু গিটার আর ড্রাম দিয়া ইন্টো বেশ নিচু বিটে শুরু হইয়ে পরে উঁচু বিটের কীবোর্ড এর কাজ । আমার কেন জানি, পাইরেটস অফ কারাবিয়ানের থিম সং এর সাথে মিল মিল লাগে!
তবে যাই বলেন, সব কিছু মিলায় অ্যালবামটা হিট হবে। আপাতত যে গানগুলো জনপ্রিয় হবে না, অর্থহীনের ২/১ টা কনসার্টের পর সেগুলো ও ব্যাপক জনপ্রিয় হবে মনে হচ্ছে!
সব শেষে , আপনাদের সাথে সুমন ভাইয়ের করা একটা গান শেয়ার করলাম, আমি ল্যাব থেকে পাশ করেছি , সুমন ভাই ও ল্যাবের ।
গত বছর আমাদের স্কুলের প্রোগ্রাম এইটা ছিল থিম সং। আসাধারণ !
শুভকামনা প্রিয় অর্থহীনের জন্য!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।