গভীর কিছু শেখার আছে ....
'উৎসর্গ' অ্যালবামের পর সম্পূর্ণ ভিন্ন কম্পোজিশনে নমন নিয়ে এসেছেন তার নতুন অ্যালবাম 'ধুম তা না'। ব্যান্ড সঙ্গীতের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের দারুণ টাচ রয়েছে এ অ্যালবামে। অ্যালবামের গানগুলোর লিরিকের মধ্যেও রয়েছে চমৎকার ভ্যারিয়েশন।
নমনের গাওয়া অ্যালবামের প্রথম গান 'কাটে না'। দারুণ মেলোডিয়াস এ গানটি শুনে যে কারো ভালো লাগবে।
বিশেষ করে মিউজিক কম্পোজিশনে বাশির অসাধারণ মিক্সিং সঙ্গীতপ্রেমীদের নজর কাড়বে। নমন তার এ গানে উচ্চাঙ্গ সঙ্গীতের যে সমন্বয় ঘটিয়েছেন তা মোটেও বাহুল্য মনে হয়নি, বরং গানের সঙ্গে চমৎকার মানিয়ে গেছে।
অ্যালবামের দ্বিতীয় গানই হলো অ্যালবামের টাইটেল সং 'ধুম তা না'। নোপেল ও নমনের যুগ্মভাবে গাওয়া এ গানেও উচ্চাঙ্গ সঙ্গীতের ছোয়া পাওয়া যায়। নমনের প্রথম অ্যালবাম উৎসর্গের টাইটেল সঙের সঙ্গে এ অ্যালবামের টাইটেল সঙের কোনোই মিল নেই।
দুটি পুরোপুরি ভিন্ন ধাচের। ধুম তা না অর্থ খুজলে হয়তো কিছুই বোঝা যাবে না। কিন্তু গানের মধ্যে ধুম তা না একটি আলাদা অর্থ-ব্যঞ্জনা সৃষ্টি করেছে। মনের অভিব্যক্তি প্রকাশক হিসেবেও একে ব্যবহার করার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন নমন।
এরপরই আসে রাজীবের গাওয়া 'শীশ মহল' গানটি।
রাজীব গানটি ভালোভাবেই উপস্থাপন করেছেন। গানের সঙ্গে ভায়োলিন ও বাশির সমন্বয়ও বেশ ভালো হয়েছে।
অ্যালবামের চতুর্থ গান তৌসিফের 'আজ ভালোবাসা' ধীর লয়ের ও দারুণ মেলোডিয়াস একটি গান। নানা বাদ্যযন্ত্রের মধ্যেও তবলার আওয়াজ পরিষ্কার বোঝা গেছে ও গানের সঙ্গে তা দারুণভাবে মিলে গেছে। আর তার চেয়েও বড় কথা তৌসিকের কণ্ঠে গানটি এতোই চমৎকার মানিয়ে গেছে, যে কারোরই তা ভালো লাগবে।
অ্যালবামের অন্যতম একটি সুন্দর গান হিসেবে এটি প্রশংসার দাবি রাখে।
অ্যালবামের পঞ্চম গান তমালের 'বলেছ তুমি'। এ গানেও উচ্চাঙ্গ সঙ্গীতের প্রয়োগ দেখা গেছে। হারমোনিয়াম ও ঢোলের সঙ্গে গানের কম্পোজিশন ভালো হয়েছে। কিন্তু গানের মধ্যে ইংলিশ র্যাপ ব্যবহার না করলেও হতো।
তবে গানটির সুরের মধ্যে যে ভ্যারিয়েশন রয়েছে, তাতে করে সঙ্গীতবোদ্ধাদের দৃষ্টি কাড়বে এ গানটিও।
এরপরই নমন নিয়ে আসেন তার 'নদী' গানটি। ধীরলয়ে গাওয়া এ গানটি নমনের কণ্ঠে ভালো লেগেছে। তবে সব গানেই নমন একই রকম স্টাইল রাখছেন বলে শ্রোতাদের কাছে মনে হতে পারে। অ্যালবামে নমনের পরের গানটি হলো আজ মনে।
গানের সুরে ভ্যারিয়েশন থাকলেও গানের কথাগুলো একদম ভালো লাগেনি। বরং একঘেয়ে মনে হয়েছে। গানের কথা পছন্দ করার ক্ষেত্রে নমন আরেকটু দৃষ্টি দেবেন বলে আশা করি।
নমনের পরের গান 'তুমি কি জান'। গানটি খানিকটা টেকনো ধাচের।
তবে মিক্সিংয়ের সময় বেজ গিটারের আওয়াজটা আরেকটু বেশি হলে ভালো হতো। নমন তার এ গানের মধ্যেও বাশির ব্যবহার রেখেছেন বলে তাকে ধন্যবাদ।
অ্যালবামের শেষ গান 'ঘুম'। স্লো-নাম্বারের এ গানটি সত্যিই ঘুমের জন্য বেস্ট! তবে নমনের কণ্ঠে গানটি শুনে মনে হয়েছে মাঝে মধ্যে তিনি যেন জোর করে তার কণ্ঠকে ধীর করছেন। এছাড়া গানটি ভালোই হয়েছে।
সবশেষে বলতে হয়, 'ধুম তা না' অ্যালবামটি একটু স্লো-ট্র্যাক্টের হলেও সঙ্গীতপ্রেমী সবার কাছেই এটি সমাদৃত হবে বলে আশা করা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।