আমাদের কথা খুঁজে নিন

   

জীবিত মৃত মানব

আজ অনেক দিন হল কবিতা লিখি না; কলম ছুঁয়ে দেখি না! এ যেন এক মুক্তিযোদ্ধার হঠাৎ মনে হওয়া- "অনেক দিন স্টেনগানটায় হাত পড়ে না"। আজ অনেক দিন হল বৃষ্টিতে ভিজি না, হঠাৎ নিজেকে চাতক পাখি মনে হল। আজ অনেক দিন হল সবুজ দেখি না, মনে হল সবুজতো এখন ডিজিটাল! ঐযে আমার কম্পিউটার? ওখানে ফটোশপের কালার প্যাল্যাটে সবুজ রঙ আছেই তো! আজ অনেক দিন হল কিছুই ভাবি না, আসলেই কি কিছুই ভাবার নেই? কিছুই করার নেই? ডিজিটালে বন্ধী হয়ে আমার সর্বস্ব বিলিয়ে দেওয়া ছাড়া? আজ হঠাৎ মনে হল- আজ অনেক দিন হল আমি আসলে মৃত।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।