আমাদের কথা খুঁজে নিন

   

জীবিত লাশ



গতকাল বাসায় ফেরার পথে আমি একটা লাশ দেখেছি। এলোমেলো ভাবে পড়ে থাকা এক যুবকের লাশ। নিরব নিথর..ভাষাহীন! কে জানে কার লাশ এটি। হবে কোনো মায়ের ছেলে অথবা কোনো বোনের ভাই। আমার খুব খারাপ লাগলো।

মনে হলো..একফোঁটা গোলাপজল অথবা একটুকরো চন্দন কোনো কিছুই পেল না ছেলেটা। তাকে ঘিরে স্বজনের হাহাকার নেই, মায়ের চোখের জল নেই। সঙ্গী কেবল কিছু রাইফেলধারী পুলিশ। আর বুকের উপর আলতোভাবে ঝুলতে থাকা দুটি রাইফেল এর নল। এ কেমন নিঃসঙ্গ যাত্রা।

নাম পরিচয়হীনভাবে একাকি চলে যাওয়া। নিজের সাতকাহন মেলাতে গিয়ে মনে পড়লো , আমি নিজেও বহন করে চলেছি আরেকটি জীবিত লাশ! কি বিচিত্র!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।