আমাদের কথা খুঁজে নিন

   

'বিমানের কেউ জীবিত নেই'

মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক বলেছেন, এখন এ উপসংহারে পৌঁছানোর সময় এসেছে যে দক্ষিণ ভারত সাগরেই ফ্লাইট এমএইচ ৩৭০ এর সলিল সমাধি ঘটেছে। এয়ারলাইনের পক্ষ থেকে ইতিমধ্যে যাত্রীদের পরিজনদের এ সংবাদ জানানো হয়েছে।

মালয়েশীয় এয়ারলাইনস কর্তৃপক্ষের মতে, 'কোনো বোধগম্য সন্দেহের অবকাশ না রেখে' এখন এটা মেনে নেওয়ার সময় এসেছে যে নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ ৩৭০ হারিয়ে গেছে এবং বিমানের কেউ জীবিত নেই।

দক্ষিণ ভারত সাগরে বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানের পাঁচ দিনের মাথায় এ ঘোষণা দেওয়া হলো।

এর আগে অস্ট্রেলিয়া, চীন ও ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা বিমানের সঙ্গে সম্পর্কিত বস্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ধারণ করেছে। গতকাল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, তিনি নিশ্চিত যে বস্তুগুলো মিলেছে তা বিমানেরই।

উল্লেখ্য, ফ্লাইট এমএইচ ৩৭০ এ ২৩৯ জন যাত্রী ছিলেন। ৮ মার্চ কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর হারিয়ে যায় বিমানটি। 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.