আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকার প্রবাদঃ আসুন মিলিয়ে দেখি, নিজেদের মূল্যায়ন করি।।

দুইটা আলু পোড়ালে একটা কয়লা হবেই। ---> কিকুয়ু, কেনিয়া দাঁত বইতে হাতির ক্লান্তি লাগে না। --- লাইবেরিয়া পাগলের জ্ঞানের অভাব হয় না। -- কুকুয়া প্রবাদ সোমালীরা মিথ্যা প্রবাদ আওড়ায় না। -- সোমালী প্রবাদ সাঁকো ভেঙে কেউ জলে পড়লে তবেই তা মেরামত করা হয়।

-- সোমালী প্রবাদ দীর্ঘদিন বেঁচে থাকলে মানুষ উটের বাচ্চা হতে দেখে। --- শাদ হাড়ের খোঁজে সিংহের ডেরায় ঢুকো না। --- কেনিয়ান পাগলের জ্ঞানের অভাব হয় না। -- কুকুয়া প্রবাদ পুরুষের সবচেয়ে বিপজ্জনক প্রয়োজন হলো নারী। --- সোয়াহিলি প্রবাদ।

কুকুর চেনে খাবার ছুঁড়ে দেয়া বাড়ি। --- কানুরি, নাইজেরিয়া সুন্দরী বিয়ে করা মানে বিপদ ডেকে আনা। --- ঘানা বার্ধক্য ঠেকানোর কোনো ওষুধ নাই। --- ঘানা সত্যিকার বন্ধুকে দুই হাত দিয়ে স্পর্শ করো। --- কানুরি, নাইজেরিয়া।

ভোরে রওয়ানা দিলে রাস্তা ছোট হয়। --- উলুফ, সেনেগাল। রাস্তাকে শাপ-শাপান্ত করার চেয়ে হাঁটতে থাকাই শ্রেয়। --- সেনেগাল যে পালাচ্ছে, তাকে অনুসরণ কোরো না। --- কেনিয়া দুঃখ হচ্ছে দোকানের চাল।

প্রতিদিন এক ধামা করে সরালে যত বড় দুঃখই হোক শেষ হয়ে যায়। -- সোয়াহিলি প্রবাদ। সংগৃহীত :: ইন্টারনেট।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।